ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪, ১০:২৪

হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু
হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার নাম মো. লুৎফর রহমান (৬৫)। এ নিয়ে মোট তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর মধ্যে মক্কায় দুজন এবং মদিনায় একজন মারা গেছেন।

এদিকে হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি গেছেন ৩৪ হাজার ৭৪১ হজযাত্রী। মোট ৮৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন সৌদি গেছেন। গতকাল রাত আড়াইটা পর্যন্ত সৌদি পৌঁছেছেন তারা।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদি এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মো. মোস্তফা নামে এক বৃদ্ধ গত শনিবার (১৮ মে) মক্কায় মারা যান।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। মোট গাইডের সংখ্যা ১৮৯৯ জন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আসবে ২০ জুন। আর শেষ ফিরতি ফ্লাইট আসবে ২২ জুলাই। আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত