ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র‌্যাব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪, ২১:৫৪  
আপডেট :
 ২২ মে ২০২৪, ২২:৩২

বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র‌্যাব
ফাইল ছবি

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমাসহ বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। র‌্যাব বাড়িটি ঘিরে রেখেছে। এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার ওই বাড়িতে বিপুল হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। র‍্যাব-৩ এর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত