ঢাকা, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কক্সবাজারে সৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর লাশ  

  প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১২:৩২

কক্সবাজারে সৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর লাশ  
কক্সবাজারে সৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর লাশ। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি মো. রাকিবুজ্জামান তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে এক শিশু। পরে সে বিষয়টি সবাইকে জানায়। এ সময় স্থানীয় নুরুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহত তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার কপালের ডান পাশে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেলেও তা অনেক আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রি পিস। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত