কিশোরগঞ্জে বজ্রপাতে এক জেলে নিহত
প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬
কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে বিলে বজ্রপাতে এনায়েত উল্লাহ (২৪) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লিটন মিয়া (৪২) নামে আরও এক জেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাড়াইল উপজেলায় এ ঘটনা ঘটে।
এনায়েত উল্লাহ তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে। আহত লিটন মিয়া একই এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে এনায়েত ও লিটন নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত লিটন মিয়াকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ।
বাংলাদেশ জার্নাল/আরএইচ