সীমান্তে জীবননাশের শঙ্কা, বিজিবির সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৬:১৮
জীবননাশের শঙ্কায় সাতক্ষীরা সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা আছে। তাই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফের মাধ্যমে জীবননাশের ঝুঁকি আছে।
এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণ-হানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকা জরুরি।
বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতিকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ জার্নাল/এফএম