নিরাপত্তাকর্মীর মৃত্যু, গাজীপুরে ৪ বাসে আগুন
প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২২:৪০ আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২২:৪৪
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল কারখানার এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় চারটি বাসে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত ব্যক্তির নাম মো. মোন্নাফ আলী (৫০)। তিনি ঝিনাইদহ সদর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়।
পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এফএম