ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শসার সাথে শত্রুতা!

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০১৮, ২২:০৩  
আপডেট :
 ২৭ মে ২০১৮, ২২:১৪

শসার সাথে শত্রুতা!

ঝিনাইদহের মহেশপুরে এক কৃষকের এক বিঘা জমির ধরন্ত শসার ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতা করে শসার এই ক্ষেত কেটে দেয়।

ক্ষেত মালিক আজানুর রহমান রোববার বেলা ১১টার দিকে ক্ষেতে গিয়ে দেখতে পান ক্ষেতের কিছু কিছু শসা গাছ শুকিয়ে যাচ্ছে। ক্ষেত মালিক আজানুর মহেশপুর কাজিপাড়ার তাজের আলী মন্ডলের ছেলে। তিনি এবছর জমিটি বর্গা নিয়ে প্রায় এক লাখ টাকা খরচ করে এই শসার চাষ করেছিলেন। শসা চাষ করতে তিনি স্থানীয় একটি সমিতি থেকে ঋণও নেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আজানুর রহমান জানান, রোববার সকালে মাঠে গিয়ে প্রথমে বুঝতে পারিনি ক্ষেতের সব শসা গাছ কারা কেটে দিয়েছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে জমির সব গাছ শুকিয়ে যেতে থাকে।

তিনি বলেন, স্থানীয় একটি এনজিও থেকে ৩০ জাহার টাকা ঋণ নিয়ে শসা চাষ করেছিলাম। গত কয়েক সপ্তাহে প্রায় ৩০ হাজার টাকা শসা বিক্রিও করেছিলাম। আশা ছিল এবার প্রায় তিন লাখ টাকার শসা বিক্রি করা যাবে। কিন্তু ক্ষেত কেটে দেওয়ার আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

  • সর্বশেষ
  • পঠিত