ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে মোবাইল ও কাপড় জব্দ

  বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ০৯:০৪

বেনাপোলে মোবাইল ও কাপড় জব্দ

ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫১টি উন্নতমানের মোবাইল ফোন ও উন্নত মানের ৫০ কেজি জার্সির কাপড় জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। রোববার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে শাকিল আহম্মেদ নামে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

শাকিল আহমেদ মুন্সিগঞ্জ জেলার মুছা আব্দুল্লাহর ছেলে। তার পাসপোর্ট নম্বর বিটি-০১৫২৮১২।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, স্ক্যানার থেকে ওই যাত্রীর ব্যাগ বের হওয়ার পর তল্লাশি করে উন্নতমানের ৫১টি মোবাইল ফোন ও ৫০ কেজি জার্সির কাপড় পাওয়া যায়। এর মধ্যে ১৬টি শাওমি নোট-৫ প্লাস ও ৩৫টি হুয়াওয়ে (হনোর) নাইন রয়েছে।

জব্দ করা মোবাইল ফোন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত