ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

প্রশাসন ক্যাডারের সব সুবিধা পাবেন ইকোনমিক ক্যাডাররা

প্রশাসন ক্যাডারের সব সুবিধা পাবেন ইকোনমিক ক্যাডাররা

বিসিএস ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা এখন থেকে প্রশাসন ক্যাডারের মতো সব সুবিধা ভোগ করবেন। সব সুবিধার দিক থেকে এই দুই ক্যাডার কর্মকর্তাদের একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে একনেক সভা হয়। সেখানে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিয়েছেন।

মুস্তফা কামাল বলেন, সুযোগ-সুবিধার দিক থেকে এই ক্যাডারের কর্মকর্তারা এক হয়ে গেল। গাড়ি পাওয়ার ক্ষেত্রেও একই সুবিধা পাবেন ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা। তিনি আরও জানান, পদোন্নতি, পাওনা-দাওনা, চাকরিবিধি—সবই এখন থেকে এই ক্যাডারের একই থাকবে।

জানা গেছে, একনেক সভায় ২৫৮ কোটি টাকার বিসিএস ইকোনমিক একাডেমি (২য় সংশোধিত) প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়। এই সময়ে প্রধানমন্ত্রী দুই ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ-সুবিধা একই রকম করার নির্দেশ দেন। একই সঙ্গে ওই প্রকল্পের নাম পরিবর্তন করে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি করার নির্দেশও দেন।

  • সর্বশেষ
  • পঠিত