প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭
প্রিন্ট
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে হুরাইয়া ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার রাইদুল ইসলামের ছেলে।
|আরো খবর
স্থানীয় সূত্র জানায়, শিশু হুরাইয়া খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী বাড়ির লোকজনকে খবর দিলে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/এআর