ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

সংলাপ ‘ভালো’ ফল আসবে, আশা বার্নিকাটের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৪৮  
আপডেট :
 ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৪৯

সংলাপ ‘ভালো’ ফল আসবে, আশা বার্নিকাটের

একাদশ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হতে যাওয়া সংলাপ ‘ভালো ফল’ নিয়ে আসবে বলে আশা করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে গিয়ে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, যে কোনো ইস্যুতে সংলাপ উত্তম। তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা শুরু হয়েছে তা ভালো ফল নিয়ে আসবে।

আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাথে আলোচনায় বসতে যাচ্ছে কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট। মার্শা বার্নিকাট সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি সাফল্যের সঙ্গে কর্মকাল শেষ করার জন্য তাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, তার দায়িত্ব পালনের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।

এছাড়া রাষ্ট্রপতি রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং তাদের প্রত্যাবর্তনে অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

আবদুল হামিদ আশা করেন ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বার্নিকাট রোহিঙ্গা সঙ্কটের সমাধানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের সহায়তায় তার দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

এছাড়া রোহিঙ্গারা যাতে নিজ দেশে নিরাপদে ফেরত যেতে পারে সে ব্যাপরে যুক্তরাষ্ট্রের প্রয়াস অব্যাহত থাকবে বলেনও উল্লেখ করেন বিদায়ী মার্কিন দূত।

বার্নিকাট আরো বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে সম্পর্ক ও অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে ক্রামাগত বাড়ছে। ১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে যাত্রা করে বাংলাদেশের আজকের অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত