ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রংপুর কারাগারে মইনুল

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৯:৩৯

রংপুর কারাগারে মইনুল

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে সড়ক পথে তাকে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসা হয়।

রোববার রংপুরের মুখ্য বিচারিক হামিকের আদালতে মইনুল হোসেনের জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন।

এর আগে ২৫ অক্টোবর আসামিপক্ষের জামিনের আবেদন করেছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন আইনজীবী। ওই সময় খণ্ড নথি না আসায় জামিনের শুনানি হয়নি।এর আগে ২৫ অক্টোবর জামিনের আবেদন করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন আইনজীবী। সেই সময় নথি না আসায় জামিনের শুনানি হয়নি।

গত ২২ অক্টোবর মানবাধিকারকর্মী নগরীর সুরুজ মিয়ার স্ত্রী মিলি মায়া বেগম রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনে বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই দিন আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে রাতেই ঢাকায় মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন বলেন, বিকেলে মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে নিয়ে আসা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে তাকে প্রথম শ্রেণির ডিভিশন দেয়া হয়েছে। রোববার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

আসামি মইনুলের পক্ষের আইনজীবী শফি কামাল বলেন, তারা রোববার মইনুল হোসেনের পক্ষে আদালতে জামিনের আবেদন উপস্থাপন করবেন। তিনি আশা করেন, আদালত তাকে জামিন দেবেন।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের এক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

  • সর্বশেষ
  • পঠিত