ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

৯৯৯ ফোন ভেস্তে দিলো কলেজপড়ুয়া মেয়ের বিয়ে

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১২:৪০  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০১৮, ১২:৫৬

৯৯৯ ফোন ভেস্তে দিলো কলেজপড়ুয়া মেয়ের বিয়ে

চুয়াডাঙ্গায় কলেজ পড়ুয়া মেয়ে সাথীর বিয়ে দিচ্ছিলেন বেশ আয়োজন করেই পরিবারের সদস্যরা। সকাল থেকেই আত্মীয়স্বজনে ভরে যায় বাড়ির আঙ্গিনা। কিন্তু ৯৯৯ ফোনেই পণ্ড হয়ে গেল কলেজ পড়ুয়া সাথীর বিয়ে। প্রশাসনের উপস্থিতিতে অবশেষে আনুষ্ঠানিক বিয়ের আসর বন্ধ করতে বাধ্য হয় পরিবারের সদস্যরা।

প্রতিবেশীরা জানায় আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের নওশাদ আলী তার কলেজ পড়ুয়া মেয়ে সাথীর বিয়ে দিচ্ছিলেন পাশ্ববর্তী জেলা মেহেরপুর বাজারপাড়ার ইচ্ছাহক আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে।

সাথীর বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক আগে থেকেই জ্বলে ওঠে আলোকসজ্জা। শুক্রবার ছিল সাথীর বিয়ের দিন। যথাসময়ে বর পক্ষও বিয়ে নিয়ে কনের বাড়ি এসে হাজির হয়। হটাৎ আগমন ঘটে থানা পুলিশের। বিয়ের সব আয়োজন ভেস্তে যায়। কারণ মেয়ের বয়স ১৮ হতে আর ১ মাস ৮ দিন বাকি।

থানার এসআই লিয়াকত আলী জানান, কে বা কারা যেন ৯৯৯ ফোন করে বাল্য বিয়ের অভিযোগ করে। কলেজপড়ুয়া সাথীর বয়স চলছে ১৭ বছর ১০ মাস ২১ দিন। কনের বয়স না হওয়ায় এই বাল্য বিয়ে ভেস্তে দেয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত