ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

বেগম রোকেয়ার স্বপ্ন বৃথা হতে দেইনি: প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭  
আপডেট :
 ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১২

বেগম রোকেয়ার স্বপ্ন বৃথা হতে দেইনি: প্রধানমন্ত্রী
ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখন বাংলাদেশের নারীদের দিকে তাকাই, তখন মনে হয় বেগম রোকেয়ার আহ্বান বৃথা যায়নি। আমরা বেগম রোকেয়ার স্বপ্ন বৃথা হতে দেইনি এবং দেবো না।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস-২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বেগম রোকেয়া পদক দেন।

এবার বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচজন। তারা হলেন- জিনাতুন নেসা তালুকদার, প্রফেসর জোহরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর), রোকেয়া বেগম (মরণোত্তর)।

এ সময় নারী জাগরণকে জাগিয়ে তুলতে প্রধানমন্ত্রী বেগম রোকেয়ার উক্তি প্রসঙ্গে বলেন, ‘পুরুষের সক্ষমতা লাভের জন্য আমাদের যা করতে হয় তাই করব, যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন হলে স্বাধীনতা লাভ হয় তাই করব।’

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে নারীদের আসন বৃদ্ধি করে ৫০ করা হয়েছে, এই সংরক্ষিত আসন ছাড়াও নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মেয়েদের কিন্তু কোন বাধা নেই, তারা ইচ্ছে করলেই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে।’

‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। এদেশ হবে উন্নত-সমৃদ্ধ। আমেরিকার মতো দেশে এখনো পর্যন্ত কোনও নারী রাষ্ট্রপ্রধান হতে পারেননি। আমেরিকা যা পারেনি, বাংলাদেশ তা পেরেছে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী ও সংসদ উপনেতা সবাই নারী’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্তানদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে মায়েদের সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক রাখতে হবে, যাতে কোনও সুখ, দুঃখের কথা ছেলে-মেয়েরা মায়েদের কাছে বলতে পারে।’

নারীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকার মতো দেশে এখনো পর্যন্ত কোনও মহিলা প্রেসিডেন্ট হতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘নারীদের প্রথম ডিসি, এসপি, সেক্রেটারি ও হাইকোর্টের জজ করে দেই। পাকিস্তান আমলে নারীদের জজ করার আইন ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা এই সুযোগ করে দেন। এই অঞ্চলের মানুষই সারাবিশ্বকে পথ দেখিয়েছে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত