ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

পোস্টারে ছেয়ে গেছে ঠাকুরগাঁও শহর ও গ্রামাঞ্চল

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৮  
আপডেট :
 ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮

পোস্টারে ছেয়ে গেছে ঠাকুরগাঁও শহর ও গ্রামাঞ্চল

২০ দিন পরেই জাতীয় নির্বাচন। এরই মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টারে ছেয়ে গেছে ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাটসহ বিভিন্ন অলি-গলি। শুরু হয়েছে ভোটের আমেজ।

সোমবার দুপুরে জেলার বিভিন্ন জায়গায় গিয়ে এমন চিত্র দেখা যায়। জেলা-উপজেলার বিভিন্ন রাস্তাঘাটসহ মাইকিংয়ে চালানো হচ্ছে নির্বাচনী প্রচারণা। যেন দম ফেলানোর সময় নেই কারোর।

এর আগে সকালে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ১৫ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কে এম কামরুজ্জামান সেলিম এ প্রতীক বরাদ্দ দেন। এরপরই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীর সমর্থকরা। জেলা-উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টারে ছেয়ে গেছে। পাশপাশি মাইকে প্রতীকের বিভিন্ন ধরনের গান বাজানো হচ্ছে।

প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন যারা:

ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (নৌকা), বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম (মিনার)।

ঠাকুরগাঁও-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি দবিরুল ইসলাম (নৌকা), ২০ দলীয় জোটের আব্দুল হাকিম জেলা জামায়াতের আমির (ধানের শীষ), ইসলামী আন্দোলনের রেজাউল করিম (হাতপাখা) এবং জাকের পার্টির সামসুজ্জোহা (গোলাপ ফুল)।

ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি ও এমপি অধ্যাপক ইয়াসিন আলী (নৌকা), জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল), বিএনপির জাহিদুর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক (মোটরগাড়ি), ইসলামী আন্দোলনের নাজিম উদ্দিন আহম্মেদ (হাতপাখা), কমিউনিস্ট পাটির্র প্রভাত সমীর শাহজাহান আলম (কাস্তে) এবং ন্যাশনাল পিপলস পাটির্র শাফি আল আসাদ (আম)।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত