ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিএনপি প্রার্থীর প্রচার গাড়িতে হামলা

  খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:২৭

বিএনপি প্রার্থীর প্রচার গাড়িতে হামলা

খাগড়াছড়িতে বিএনপির নির্বাচনী প্রচার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে জেলা সদরের শালবন এলাকায় হরিনাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় প্রচার গাড়িতে থাকা ছয় বিএনপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা বিএনপি। এ ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছে স্থানীয় বিএনপি।

খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব জানান, বিএনপির প্রার্থী শহিদুল ইসলামের ধানের শীষের প্রচারণায় থাকা গাড়িটি হরিনাথ পাড়া এলাকায় পৌঁছালে হামলা চালানো হয়। প্রচার কাজে ব্যবহৃত গাড়ির সামনের গ্লাস ও মাইক ভাঙচুর করা হয়। এতে প্রচার গাড়িতে থাকা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৌভাগ্য ত্রিপুরা, সদস্য মো. জালাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মো. সোহাগ, প্রচার সম্পাদক হৃদয়, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আমির হোসেন আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

তিনি বলেন, বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। এর আগে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনও ধরনের পদক্ষেপ নিচ্ছে না।’

ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বাকীর করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, আমরা সংঘাত বিহীন সুষ্ঠু নির্বাচন চাই। প্রচার কাজে বাধা দেয়া কিংবা হামলার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করুক। আওয়ামী লীগ এ ঘটনার দায় নেবে না।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে জেলা শহরের কুমিল্লাটিলা ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলামকে মারধর ও অপহরণের অভিযোগে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভাঙ্গা ব্রিজ এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বক্তব্য দেন।

এই বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, ফেসবুকে একটি স্ট্যাটাসের সূত্র ধরে মেয়র সমর্থকরা জাহেদকে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি মীমাংসা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত