ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগকে বিএনপির ধাওয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫  
আপডেট :
 ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগকে বিএনপির ধাওয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপির ৪ কর্মী আহত হয়েছেন। তবে বিএনপির নেতাকর্মীদের পাল্টা ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুর কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কে এম মজিবুল হক আনুষ্ঠানিকভাবে প্রচর-প্রচারণা শুরু করেন।

আড়াইটার দিকে মজিবুল হক ঢাকা থেকে গাড়িবহর মুরাদ নগর উপজেলা সদরে পৌঁছালে নেতাকর্মীদের ঢল নামে। এসময় হাজারো নেতাকর্মী মিছিল-শ্লোগানে তাকে স্বাগত জানান।

তবে মজিবুল হক মুরাদনগরে পৌঁছার আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগ-যুবলীগকে ব্যাপক মহড়া দিতে দেখা গেছে। দুপুর ১টায় নহলচৌমুহনী এলাকায় ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানাতে অপেক্ষমান নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ৪ বিএনপিকর্মী আহত হয়েছেন। এরা হলেন নেছার উদ্দিন খোকন, আবুল কালাম আজাদ, আলী হাসান ও মো. লিটন। এসময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে পিছু হটে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ধানের শীষের প্রার্থী পৌঁছার পর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কে এম মজিবুল হক উপস্থিত নেতাকর্মীদের বলেন, ‘৩০ ডিসেম্বর সকল বাধা অতিক্রম করে নির্ভয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন। দিনটি যেন ঈদ উৎসবের মতো হয়। বাধা আসতে পারে সেগুলোকে আপনাদের দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিজয় আমাদেরই হবে।’

আরএ

  • সর্বশেষ
  • পঠিত