ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বধূবেশে বরের অপেক্ষায় কনে, অতঃপর

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

বধূবেশে বরের অপেক্ষায় কনে, অতঃপর

প্রশাসনের হস্তক্ষেপে রাজশাহীর দুর্গাপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার শালঘড়িয়া গ্রামে।

সোমবার নানা নূর মোদাম্মদ এর বাড়িতে শরিফা খাতুনের বিয়ের আয়োজন করা হয়। শরিফার বাবার বাড়ি সায়বার গ্রামে। সে ওই গ্রামের রেজাউলের মেয়ে। সে দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শরিফা ছোট থেকে তার নানা বাড়ি থেকে পড়ালেখা চালিয়ে আসছিল। কিছুদিন আগে একই উপজেলার পৌর এলাকার রৈপাড়া গ্রামের ময়নাল আলীর ছেলে রিপন আলী সঙ্গে বিয়ে ঠিক হয় ওই স্কুল ছাত্রী শরিফার।

দুপুরে বধূবেশে বরের অপেক্ষায় কনে শরিফা। চারেদিকে আনন্দের কলরব। চলছে রান্নার কাজ। ঠিক এমন সময় বিয়ে বাড়িতে হানা দেয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার স্কুল ছাত্রী শরিফার বিয়ের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরে ওই কনের নানা বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সেই সাথে কনের ১৮ বছর বয়সের আগে বিয়ে দিবে না মর্মে করেন নানার কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত