ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

'বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার মূল্যহীন'

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪

'বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার মূল্যহীন'

'বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার মূল্যহীন। এটা জনগণের সাথে ধোকাবাজি ছাড়া কিছুই না।' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ইশতেহার জনগণের কল্যাণে কিছুু নেই উল্লেখ করে হানিফ বলেন, যে দলটির নেতা দেশে বিদেশে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। জনগণ সে দলের কাছ থেকে জনকল্যাণ মূলক কোন কিছু আশা করে না। এগুলো সবই ধোকাবাজি।

হানিফ বলেন 'আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য, নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের যে ক্ষমতা দেওয়া আছে সাংবাদিকরা তা প্রয়োগ করবে। সেনাবাহিনী মোতায়েন এর সিদ্বান্ত রয়েছে, সেনাবাহীনি আসবে। এ ব্যপারে আমাদের কোন আপত্তি নেই।'

এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত