ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-১৫: তাতীলীগ অফিসে হামলা-ভাঙচুর, গুলি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ২৩:২৮  
আপডেট :
 ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৮

ঢাকা-১৫: তাতীলীগ অফিসে হামলা-ভাঙচুর, গুলি

ঢাকা-১৫ আসনের মিরপুরের মোল্লাপাড়ায় তাতীলীগের অফিসে হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ছবি পুড়িয়ে দেয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুন নামের একজন আহত হয়েছে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়েছে। এসময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় গোলাগুলির শব্দ শোনা যায়। আমরা ভয়ে বাসা থেকে আর বের হইনি।

সেচ্ছাসেবক লীগের সাংঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল বাংলাদেশ জর্নালকে বলেন, ‘এই হামলা জামাত শিবিরের হামলা। আমরা আওয়ামী লীগ পরিবার শক্ত হাতে প্রতিহত করবো। দেশে কোনো জামাত শিবির থাকতে দিবনা’।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকীর বাংলাদেশ জার্নালকে বলেন, ‘হামলার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। কারা এই হামলার সাথে জড়িত এখনই বলতে পারছিনা। তবে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে’।

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এছাড়া এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার।

বাংলাদেশ জার্নাল/এনএইচ/এনএসএস

  • সর্বশেষ
  • পঠিত