ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়: ইসি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৩

হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়: ইসি

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, এখনও অনেক আসনে প্রার্থী চূড়ান্ত হয় নাই। আরও কিছু হয়তো পরিবর্তন হবে। যেখানে প্রার্থীতা চূড়ান্ত হয়ে গেছে সেখানে আমরা ব্যালট ছাপিয়ে ফেলবো। কারণ আমরা চাই এক সপ্তাহ পূর্বে ব্যালটগুলো মাঠে চলে যাক। যেখানে একটু সমস্যা আছে সেখানে ব্যালট পরে পাঠাবো।

বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ই এম এস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে ইটিআই এর পরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

ইসি সচিব বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে। নির্দেশনা আসার কারণে আমাদের কিছু ক্ষেত্রে একোমোডেট (সমন্বয়) করতে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন হিরো আলম পর্যন্ত হাইকোর্ট দেখায়। হিরো আলম বলেন, নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখাইয়া ছাড়ছি। বুঝেন অবস্থা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসি সচিব বলেন, ও তো (হিরো আলম) স্বতন্ত্র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে যখন গেল তার নমিনেশন বাতিল হলো। আপিল করলে সেখানেও কমিশন বাতিল করেছে। পরে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাকেও প্রতীক দেয়া হয়েছে। এ রকম ৫০ জনের ওপরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। হাইকোর্ট এখন বলছে একে এটা না ওই প্রতীক দেন। এসব নিয়ে আমরা উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত।

ভোটের দিনে ইন্টারনেটের গতি কমানো প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেছেন, ভোটের দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কমানোর বিষয়ে ভাবছে কমিশন।

ইসি সচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কম রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের ফল পাঠানোর সময় গতি স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তারা আমাদের বলেছেন-ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, আপনারা ভোটের রেজাল্ট পাঠাবেন ৫টার পর থেকে। তাই যদি ৫টার পর থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকে তা হলে কোনো সমস্যা নেই।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত