ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

মঙ্গলবার রাজধানীর যেসব স্পটে গণসংযোগ করবেন ধানের শীষ প্রার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:০৬  
আপডেট :
 ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:২২

মঙ্গলবার রাজধানীর যেসব স্পটে গণসংযোগ করবেন ধানের শীষ প্রার্থীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্পটে পথসভা, জনসভা ও গণসংযোগ করবেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মঙ্গলবার সকাল সকাল ১০টা থেকে পথসভা, জনসভা ও জনসংযোগ শুরু হবে। ধানের শীষের প্রার্থীরা যেসব আসনে পথসভা, জনসভা ও জনসংযোগ করবেন সেগুলো হলো:

ঢাকা দক্ষিণ: সকাল ১০টায়, ঢাকা-৮ শাহজাহানপুর/ফকিরাপুলে মির্জা আব্বাস, সাড়ে ১০টায় খিলগাঁও রেলগেট (ডানে ও বামে) ঢাকা- ৮/৯ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস/ আফরোজা আব্বাস, ১১ টায় বৌদ্ধ মন্দির ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস, সাড়ে ১১ টায় সায়েদাবাদ ঢাকা-৫ নবীউল্লাহ নবী, দুপুর ১২টায় যাত্রাবাড়ী ঢাকা-৫ নবীউল্লাহ নবী, সাড়ে ১২টায় পোস্তগোলা ঢাকা-৪ সালাহউদ্দিন আহম্মেদ, দুপুর একটায় ইকুরিয়া ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, আড়াইটায় ধোলাইখান ঢাকা- ৬ সুব্রত চৌধুরী, বিকেল তিনটায় নয়াবাজার/ বাবুবাজার ঢাকা-৬/৭ সুব্রত চৌধুরী/ মোস্তফা মহসীন মন্টু, বিকেল সাড়ে তিনটায় ইসলামবাগ ঢাকা-৭ মোস্তফা মহসীন মন্টু, ৪ টায় কামরঙ্গীরচর ঢাকা-২ এরফান ইবনে আমান অমি, সাড়ে চারটায় আজিমপুর ঢাকা-৭ মোস্তফা মহসীন মন্টু, পাঁচটায় নিউমার্কেট ঢাকা-১০ আব্দুল মান্নান, সন্ধ্যা ছয়টায় পান্থপথ/পান্থপথ চৌরাস্তায় ঢাকা-১০ আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল মান্নান।

ঢাকা উত্তর: সকাল ১০টায় উত্তর রাজলক্ষি ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ, সাড়ে ১০ টায় উত্তর জসিম উদ্দির মোড় ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ, ১১ টায় খিলক্ষেত শহীদ উদ্দিন মাহমুদ, সাড়ে ১১ টায় যমুনা ফিউচার পার্ক ঢাকা-১১/১৮ শামীম আরা বেগম/ শহীদ উদ্দিন ম্হমুদ, দুপুর ১২ টায় সুবাস্ত নজরভেরী ঢাকা-১১/১৭ শামীম আরা বেগম/ আন্দালিব রহমান পার্থ, দুপুর সাড়ে ১২ টায় বাড্ডা লিং রোড ঢাকা-১১ শামীম আরা বেগম, একটায় শুলশান-১ আন্দালিব রহমান পার্থ, দুইটায় মহাখালী ঢাকা-১৭ আন্দালিব রহমান পার্থ, আড়াইটায় সাতরাস্তার মোড়/মগবাজার ঢাকা-১২ সাইফুল আলম নীরব, বিকেল তিনটায় সোনারগাঁও হোটেল/তেজগাঁও কলেজ ঢাকা-১২ সাইফুল আলম নীরব, সাড়ে ৩ টায় মোহাম্মদপুর টাউন হল ঢাকা-১৩ আব্দুস সালাম, সাড়ে ৪ টায় মাজার রোড/গোল চক্কর ঢাকা- ১৪ আবু বকর সিদ্দিক, ৫ টায় রূপনগর ঢাকা-১৪/১৫আবু বকর সিদ্দিক/ মো. আহসান উল্লাহ হাসান, বিকেল ৬ টায় ঢাকা- ১৬ মো. আহসান উল্লাহ হাসান, সন্ধ্যা ৭ টায় কাফরুল ঢাকা-১৬ ডা. মো. শফিকুর রহমান জনসংযোগ করবেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/এসকে

  • সর্বশেষ
  • পঠিত