ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

লাঙলে ভোট দিলেন সাঈদ খোকন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

লাঙলে ভোট দিলেন সাঈদ খোকন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশীদকে লাঙল মার্কায় ভোট দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তার আশা, চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট দিয়েছেন ডিএসসিসি মেয়র।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনে এবারই প্রথম ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট দিয়ে ভালো লেগেছে। আমার কাছে এই প্রক্রিয়া অত্যন্ত ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) মনে হয়েছে। ’

সাঈদ খোকন আরো বলেন, ‘এখন পর্যন্ত কোনও ধরনের সমস্যার খবর পাইনি। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে। এবারের নির্বাচন নতুনত্ব সৃষ্টি করবে। নতুন ভোটার ও জনগণ স্বতস্ফূর্তভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিতে পারছে। তবে এই এলাকায় ভোটার বেশি, কেন্দ্র কম। এজন্য কেন্দ্র বাড়ানোর প্রয়োজন মনে করছি।’

আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মেয়রের উত্তর, ‘নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে ইভিএম ব্যবহার করতে পারে। আমি এই প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করছি।’

সিটি করপোরেশনের নির্বাচনে আবারো প্রার্থী হবেন কিনা জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে।’

  • সর্বশেষ
  • পঠিত