ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  লালমরিহাট প্রতিনিধি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৯, ১৬:২৮

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নির্বাচনকালীন ও ব্যাংক ক্লোজিংয়ের কারণে টানা চারদিনের ছুটি শেষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতসহ আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়শেনের আহ্বায়ক রুহুল আমিন বাবুল জানান, ছুটির কারণে টানা চারদিন বন্ধ ছিলো বুড়িমারী স্থলবন্দর। দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বন্ধ ছিলো আমদানি-রপ্তানি কার্যক্রম।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার জানান, ছুটি শেষে ১লা জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে আবারো সচল হয়েছে বন্দরের কার্যক্রম। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রযেছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত