ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাজবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬

রাজবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ীতে প্রত্যয় প্রতিবন্ধীদের শিক্ষা প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের দেড়শত শিক্ষার্থীকে শীত নিবারনের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পাংশা লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, সাংবাদিক এম দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয়ে খোজ খবর নেন এবং মাতৃ স্নেহে পড়াশুনা ও পরিচর্যা করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান।

তিনি বলেন প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। তাই সমাজের বিত্তবানদের তাদের পাশে দাড়ানো একান্ত প্রয়োজন বলে মনে করেন। তাদের ঠিকমত পড়াশোনা ও লালন-পালন করতে পারলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা হবেনা ।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত