ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

সচল হলো বিআরটিসির চাকা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:২৯  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০১৯, ১২:৩৫

সচল হলো বিআরটিসির চাকা

নয় মাসের বকেয়া বেতন কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে ফের কাজে যোগ দিয়েছে বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর চালক ও শ্রমিকরা। বুধবার কর্মবিরতির দ্বিতীয় দিন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুস্তাক আহমেদ ডিপোতে গিয়ে কর্তৃপক্ষের প্রতিশ্রুতির কথা জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

ডিপোর ব্যবস্থাপক মো. নূর-ই-আলম জানান, দুপুর ১টার মধ্যে কর্মীদের হাতে এক মাসের টাকা দেয়া হবে। ৩১ জানুয়ারির মধ্যে তারা পাবেন আরো এক মাসের টাকা। এরপর জুলাই পর্যন্ত প্রতি মাসের বেতনের সঙ্গে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করবে বিআরটিসি কর্তৃপক্ষ।

এরআগে, গতকাল মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরে জোয়ারসাহারা ডিপোর প্রধান ফটকে তালা দিয়ে কর্মবিরতি শুরু করেন চালক ও শ্রমিকরা। পরে রাত ৮টার মধ্যে নয় মাসের বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি-দাওয়া মেনে নেওয়া দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও কর্মবিরতির ডাক দেন বিআরটিসির চালক ও শ্রমিকরা ।

  • সর্বশেষ
  • পঠিত