ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘নতুন মন্ত্রিসভা হবে সফল মন্ত্রিসভা’

  মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৬  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৮

‘নতুন মন্ত্রিসভা হবে সফল মন্ত্রিসভা’

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত বর্তমান মন্ত্রীসভা হবে সেরা মন্ত্রিসভা। ভিশন ২০৪১ বাস্তবায়নে এই মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব প্রস্তুতের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা এবারের মন্ত্রিসভায় নবীনদের গুরুত্ব দিয়েছেন। শনিবার বিকেলে মিরসরাই মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এসময় তিনি ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়কে দেশবাসীর জন্য বিজয়ের মাসে আরেকটি বড় বিজয় বলে অভিহিত করেন। তিনি বলেছেন, ‘এ বিজয় আওয়ামী লীগের ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। বরং এই বিজয় দেশ ও জনগণের প্রতি আরো বড় ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়।’

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আমি মনে করি পুননির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হলো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। এজন্য মিরসরাই বাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস আমার পরিকল্পনা বাস্তবায়নে এই মিরসরাই আগামী ৫ বছরে বিশ্বের মডেল শহরে রূপ নেবে।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আতাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহাম্মদ, বারৈয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মামুনুর রশীদ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল হক জুনু, হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মো. ইদ্রিস, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল বশর, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের মীরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বসর ফারুখ, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মো. বেলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিউল আলম খোন্দকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা ফেন্সী, আহবায়ক নুরুল মোস্তফা মানিক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, ছাত্রলীগ মীরসরাই উপজেলা শাখার সভাপতি রাসেল ইকবাল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত