ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পূত্রের মর্মান্তিক মৃত্যু

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:২০

বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পূত্রের মর্মান্তিক মৃত্যু

পল্লী বিদ্যুতের গাফিলতিতে নোয়াখালীর কবির হাঁটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পূত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফলহারী গ্রামে সোমবার রাত ৮টার দিকে। নিহতরা হলেন, সালাহ উদ্দিন (৪৫) ও তার ছেলে মো: সৌরভ (১৩)। সে স্থানীয় করম বক্স উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে পিতা-পুত্রের এই মর্মান্তিক মৃত্যুর কারণ বলে স্থানীয়রা মন্তব্য করেন।

কবির হাট থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মির্জা হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত আনুমানিক ৮টার দিকে পিতা সালাহ উদ্দিন পুকুর ঘাটে বিদ্যুতের খুটির টানা তার ধরে পা ধুতে গেলে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে। এসময় তার একমাত্র ছেলে তাকে বাঁচাতে আসলে সেও বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে মৃত্যু বরণ করে।

পল্লি বিদ্যুতের গাফিলতির বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের কবির হাট জোনের ডিজিএম গোপাল চন্দ্র শীব জানান, এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাফিলতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত