ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩২

সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী পলাশ (১৫) হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পলাশের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার তারাকান্দিতে যমুনা সারকারখানা গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন পোগলদিঘা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এন এম মিজানুর রহমান, পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার, সহকারী শিক্ষক সোহরাব উদ্দিন, শিক্ষক রবিন হাসান, আওয়ামী লীগনেতা ইকবাল হোসেন লিটন, নূরী বেগম, ট্রাক পরিবহন নেতা মো. মতিউর রহমান মতি, অভিভাবক মো. মতিউর রহমান, ফিরোজা বেগম, সবুরা খাতুন প্রমুখ।

বক্তারা অবিলম্বে পলাশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই মানববন্ধন কর্মসূচিতে সরিষবাড়ি উপজেলার ৮টি স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিসহ এলাকাবাসী অংশ নেন।

গত রবিবার রাতে পলাশ তার বন্ধু ফাহিমের ছোট ভাইয়ের জেএসসি পাশের প্রশংসাপত্রের জন্য দেওয়া আরেক বন্ধু সাগরের কাছ থেকে চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় খুন হন।

এই ঘটনায় গতকাল মঙ্গলবার পলাশের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে রুদ্র বয়ড়া গ্রামের আব্দুর রশিদ, তার স্ত্রী আন্না বেগম, ছেলে সাগর ও সাগরের দাদি রওশনারাসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ রওশনারা নামে এক মহিলাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত