ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস অবহিতকরণ সভা

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:০৭

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস অবহিতকরণ সভা

১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, ডিপুটি সিভিল সার্জন রেজিনা পারভীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ১৯ জানুয়ারি কুড়িগ্রাম জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৫ হাজার ১শ ৫২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৯২ হাজার ৯শ ৪০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী ১শ ৭৮ জন প্রতিবন্ধী শিশু নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫শ ৮৬ জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত