ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহে ৪ ডলার প্রতারক গ্রেপ্তার

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭

ময়মনসিংহে ৪ ডলার প্রতারক গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডলার প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তার হয়েছে। তারা হলো, রূপন ধর, আয়ন ধর, আন্নাছ আলী ও মোছা. পাপিয়া। বুধবার তাদেরকে শহরের পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ডিবি পুলিশ। বুধবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবির এসআই মোবারক হোসেন, এসআই আজিজুল হক, এ এস আই প্রদীপ চন্দ্র দাস বিশেষ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় থেকে ১৫টি ইউএস ডলারসহ অবৈধ ডলার ব্যবসায়ী ও প্রতারকচক্রের চার সদস্য রূপন ধর, আয়ন ধর, আন্নাছ আলী ও মোছা. পাপিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরসহ আশপাশ এলাকায় ডলার ব্যবসার আড়ালে ডলার প্রতারণা করে সহজ সরল ও সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরণের একাধিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওসি শাহ কামাল আকন্দ জানান, এ সব প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ডিবি পুলিশ কাজ করছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত