ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ডিএসসিসির ভেজালবিরোধী অভিযান

অষ্টব্যাঞ্জন, নান্না ও মামুন বিরিয়ানীকে জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:১১

অষ্টব্যাঞ্জন, নান্না ও মামুন বিরিয়ানীকে জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে গৃহীত খাদ্যে ভেজালবিরোধী অভিযানের শেষ দিন অষ্টব্যাঞ্জন রেস্টুরেস্ট, নান্না ও মামুন বিরিয়ানীকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

জানা যায়, অভিযানের শেষ দিন বৃহস্পতিবার এলিফ্যান্ট রোড ও গাউসিয়া এলাকায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওয়ান স্টপ ফাস্টফুডের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিককে ৩ দিন এবং লুৎফা হোটেলের সোলাইমানকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া অষ্টব্যাঞ্জন কাটাবনের রেস্টুরেন্টকে ২৫ হাজার, চাঁনখারপুলের নান্না বিরিয়ানিকে ১০ হাজার এবং মামুন বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে খিলগাঁও এলাকায় পরিচালিত অভিযানে বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার, ছোনার হোটেলকে ৫ হাজার, জাফরান হোটেলকে ৫ হাজার এবং নিউ বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পুনার ঢাকার নাজিমউদ্দিন রোড এলাকায় পরিচালিত অভিযানে ঢাকাইয়া ডাইন, খানাদানা রেস্টুরেন্ট, রিজিক রেস্তোরাঁ এবং মামুন বিরিয়ানিকে সতর্ক করে দেয়া হয়। পাশাপাশি মিতালি হোটেলকে ১০ হাজার, নীরা হোটেলকে ১০ হাজার এবং ক্যাফে রাজধানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বেচারাম দেউড়ি এলাকায় পরিচালিত অভিযানে হোটেল চাঁন মিয়াকে ৫ হাজার, সিলেট খাবার হোটেলকে ৫ হাজার এবং আরও তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ক্যাফে খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার এবং ক্যাফে হাজি হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিপি/
  • সর্বশেষ
  • পঠিত