ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

আগামী শনিবার অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মুখপাত্র এই ক্যাম্পেইনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গাজী আহমেদ হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাল এবং নীল ক্যাপসুল একটি আরেকটির গায়ের সঙ্গে কিছুটা লেগে যাচ্ছে। এ বিষয়টি চোখে পড়ায় প্রোগ্রাম আপাতত স্থগিত রাখা হয়েছে। যেহেতু এই প্রোগ্রামে লাখো শিশুর স্বাস্থ্যসেবার বিষয়টি সম্পৃক্ত রয়েছে, তাই ঝুঁকি নেয়া হয়নি। পরবর্তীতে ওষুধ পরিবর্তন করে এবং আলোচনা সাপেক্ষে তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার সারা দেশের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। এর আওতায় প্রায় ২ কোটি ১৯ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হতো।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত