ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:১৫

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ওর্য়াকশপে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রটিতে আগুন লাগে। দুই ঘণ্টা চেষ্টার পর পটুয়াখালী-আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাৎক্ষণিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।

কলাপাড়া ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ মো.আবুল বাসার জানান, বৈত্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। প্রথমে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা প্রকৌশলিরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলাপাড়া ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। পরে আমতলী এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি সাংবাদিকদের জানান।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত