ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

সিলেটে জাতীয় লোকনাট্যোৎসব শুরু হচ্ছে আজ

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:২২

সিলেটে জাতীয় লোকনাট্যোৎসব শুরু হচ্ছে আজ

‘লোকবাংলার আহবানে, মঞ্চ জাগাও জয়গানে’ এই স্লোগানে রোববার সিলেটে শুরু হচ্ছে প্রথম জাতীয় লোকনাট্যোৎসব।

বিকেল সাড়ে ৫টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে নানান আয়োজনের মধ্য দিয়ে লোকনাট্যোৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

নাট্য সংগঠন ‘নাট্যমঞ্চ সিলেট’ তাদের ২৮ বছর পূর্তি উপলক্ষে সিলেটে প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগকে নিয়ে আয়োজন করেছে এই জাতীয় লোকনাট্যোৎসব। ৮দিন ব্যাপী এ নাট্যোৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক মঞ্চস্থ করবে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নাট্যদল। প্রবেশপত্র পাওয়া যাবে প্রতিদিন প্রদর্শনী শুরুর আগে হল কাউন্টারে।

উদ্বোধনী দিন সন্ধ্যা পৌনে ৭টায় বরিশাল বিভাগের ভোলা থিয়েটার মঞ্চস্থ করবে নাট্যাচার্য সেলিম আল-দ্বীনের নাটক ‘গ্রন্থিকগণ কহে’।

পরদিন ২১ জানুয়ারি মঞ্চস্থ হবে চাঁপাইনবাবগঞ্জের ‘আলকাপ পঞ্চরস’, ২২ জানুয়ারি মঞ্চস্থ হবে চট্টগ্রামের এভাঁগার্ডের ‘নবান্ন, ফিরে আস’, ময়মনসিংহের বহুরূপী নাট্য সংস্থার ‘মহুয়া’, ২৪ জানুয়ারি মঞ্চস্থ হবে নাট্যমঞ্চ সিলেটের ‘রঙ্গমালা’, ২৫ জানুয়ারি মঞ্চস্থ হবে ঢাকার নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, ২৬ জানুয়ারি মঞ্চস্থ হবে বিবর্তন, যশোরের ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ এবং উৎসবের শেষ দিন ২৭ জানুয়ারি মঞ্চস্থ হবে রংপুর নাট্য কেন্দ্রের ‘কানাই চাঁদের নন্দিনী’।

এই উৎসবে নাটক প্রদর্শনীর পাশাপাশি থাকবে লোকবাদ্যযন্ত্র, লোকসংস্কৃতির বই ও বাংলার লোকপিঠার মেলা।

উৎসবে সহযোগিতায় আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ভারতীয় হাই কমিশন, সিলেট ও সিলেট সিটি কর্পোরেশন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত