ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান স্বামী-স্ত্রী

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪

উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান স্বামী-স্ত্রী

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পরিমল কুমার চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপড়ী রানী মুখার্জী নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে চান। তারা দুজন সম্পর্কে স্বামী ও স্ত্রী।

রাজনীতির সঙ্গে জড়িত এ দম্পতি এবার নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইতোমধ্যে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী পরিমল কুমার চক্রবর্তী বলেন, ‘আমি ১৯৭৯ সালে ছাত্রলীগে যোগদান করি। দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ১৯৯০ ও বিএনপি-জামায়াত বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করি। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ শহীদবাগ ইউনিয়ন শাখায় দু-দু’বার সভাপতি নির্বাচিত হই। এবার উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বামী ও স্ত্রী দু’জনেই দলীয় মনোনয়ন চাইবো।’

তিনি বলেন, ‘কোনো কারণে আমি দলীয় মনোনয়ন না পেলে, সে ক্ষেত্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্ত্রী পাপড়ী রানী মুখার্জী পাওয়ার আশাবাদী। এখন দু’জনই মাঠে আছি।’

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী পাপড়ী রানী মুখার্জী বলেন, ‘চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল যাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিল, তিনি পরাজিত হয়েছিলেন। আর বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, তিনি আওয়ামী লীগের মনোনয়নের প্রার্থী ছিলেন না। আমরা স্বামী-স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত। আমরা দু’জনেই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়নের জন্য আবেদন করবো।’

স্বামী-স্ত্রী দু’জনেই বলেন, ‘প্রার্থী যখন হতে চেয়েছি, তাই প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেখি দল কী রায় দেয়। তবে আশাকরি দলীয় ভাবে দু’জনেই একজন মনোনয়ন পাবো।’

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত