ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় পিংকি আক্তার মীম (১৩) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের ইসলামপুর এলাকায় বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ’র হস্তক্ষেপে এ বাল্য বিবাহ বন্ধ করে দেয়া হয়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।

পিংকি আক্তার মীম খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরিবার উপজেলার তেগাছিয়া এলাকার মো. ইমরান (২২) নামে এক যুবকের সাথে বিয়ে দিচ্ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে মোসা. তাসলিমা বেগম জানান, তারা ঘটনাস্থলে গিয়ে খাওয়ার আয়োজন দেখতে পেয়েছেন। তবে তারা মেয়ের বাড়িতে বসে ষ্ট্যাম্পে দু’পক্ষের লিখিত রেখে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত