ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকায় আনার পথে ৮৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২২

মানিকগঞ্জে ৮৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চেকপোস্ট বসিয়ে ৮৫০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। এসময় দুজনকে আটক করা হয়। শনিবার বেলা ১১টার দিকে সিংগাইর বিনাডাংগি এলাকায় থেকে ফেনসিডিলসহ তাদের আটক করে র‌্যাব-৪।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুরের কাটদহ গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে কবির আহমেদ (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার দর্শণা গ্রামের আবদুল আজিজের ছেলে মো. মিন্টু মিয়া (৩০)।

র‌্যাব-৪ এর মেজর আবদুল হাকিম জানান, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে আসা ঢাকা মেট্রো-খ-১২-২৫৭২ নম্বরের ওই প্রাইভেটকার আটকানো হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ৮৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ওই ফেনসিডিল জব্দ করা হয়।

এসময় দুই যুবককে আটক করা হয়েছে। আটতকৃতরা কুষ্টিয়া থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলো। ঢাকা-আরিচা মহাসড়কে প্রশাসনের নজর এড়াতে মানিকগঞ্জ-সিংগাইর ও হোমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছিল তারা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের মেজর আবদুল হাকিম।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত