ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শিল্প-কৃষির ঐক্যবদ্ধ উন্নয়নেই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১

শিল্প-কৃষির ঐক্যবদ্ধ উন্নয়নেই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

শিল্প-কৃষির ঐক্যবদ্ধ উন্নয়নেই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার দুপুরে নরসিংদীর পলাশে নব-নির্মিতব্য দৈনিক ২৮শ’ মেট্রিকটন ইউরিয়ার সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন আধুনিক সরকারখানা স্থাপনের জন্য পলাশ ও ঘোড়াশাল সার কারখানা পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের অঙ্গীকার সমুন্নত রাখতে শিল্প, কৃষি ও বাণিজ্যের সমন্বিত উন্নয়ন বজায় রাখতে হবে। ঐক্যবদ্ধ উন্নতি না হলে জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারের অঙ্গীকারে বাধা হবে। দেশে প্রশিক্ষিত শ্রমিকের প্রয়োজনীয়তার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়নে অংশ নিতে সকলকে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন প্রমুখ।

উল্লেখ্য, সরকারের ইচ্ছার প্রেক্ষিতে গত বছরে ১০ হাজার ৪৬০ কোটি টাকার বাজেট পাশ হয় একনেকে। দৈনিক ২৮শ’ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন, সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী অত্যাধুনিক সরকারখানা নির্মিত হলে বর্তমান উৎপাদনের চেয়ে কয়েকগুণ বেশি ইউরিয়া সার উৎপাদন সম্ভব হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত