ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জাফলংয়ে পাথর কোয়ারিতে শ্রমিক নিহত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

জাফলংয়ে পাথর কোয়ারিতে শ্রমিক নিহত

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্টের অদূরেই অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত শ্রমিক আহম্মদ আলী (৫৫) গোয়াইনঘাট উপজেলার দৌবাড়ি ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জাফলংয়ের জিরো পয়েন্টের অদূরেই একটি পাথর উত্তোলনের গর্তে আহম্মদ আলী পাথর সংগ্রহের কাজ করছিল। হঠাৎ গর্তের উপর থেকে ভেঙে পড়া মাটি চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গর্তের মালিক এরশাদ মিয়াকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

এ ঘটনায় সোমবার সকালে নিহত আহম্মদ আলীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে এরশাদ আলীকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ্য অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত