ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর লাহিনী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আবদুর রহমান রতন (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকার একদিন পর শিশুটির মরদেহ উদ্ধার হলো।

বুধবার দুপুরে স্থানীয় শরিফুল ইসলামের সীমানা প্রাচীর ঘেরা নির্মাণাধীণ বাড়ির একটি কক্ষ থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।

নিহত রতন স্থানীয় টাইলস মিস্ত্রি আজম আলীর ছেলে ও লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

রতনের মা রওশন আরা খাতুন বলেন, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে বাড়িতে ভাত খেয়ে ৪টার দিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর থেকেই রতনের মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সবাই চারদিকে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি।

নিহত স্কুলছাত্রের বাবা আজম আলীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থল সংলগ্ন এলাকার বাসিন্দা কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজু মোল্লার যোগসাজসেই এই হত্যা ঘটে থাকতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক ওরফে রাজু মোল্লা বলেন, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আজমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মতিয়ার জানান, দুপুরে কালীগঙ্গা নদীতে গোসল করতে নামার মুহূর্তে নির্মাণাধীণ ওই বাড়ির দেয়ালের নিটে চোখ যায়। এসময় হাত-পা ছড়ানো ও মাথার উপর ইট চাপা দেয়া মরদেহ দেখতে পান তিনি। এরপর স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মিজানুর রহমান জানান, একদিন আগে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে নির্মাণাধীন ওই বাড়ির মধ্যে লাশ ফেলে রেখে যায়। তবে ঘটনায় যারাই জড়িত থাকুক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত