ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছেন রামগঞ্জবাসী

  সংসদ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১  
আপডেট :
 ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫

সরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছেন রামগঞ্জবাসী

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি ২০১৮-২০১৯ অর্থ বছরে ২৮টি অ্যাম্বুলেন্স আমদানি করার পরিকল্পনা সরকারের আছে। আমদানির কাজ প্রক্রিয়াধীন। উক্ত অ্যাম্বুলেন্স ক্রয়সাপেক্ষে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রয়োজন ও চাহিদার প্রেক্ষিতে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে।

আনোয়ার হোসেন খানের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদে বলেন, রামগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণসহ মনিটরিং কার্যক্রম, প্রয়োজনীয় এমএসআর সামগ্রী, যন্ত্রপাতি, যানবাহন ও অ্যাম্বুলেন্স প্রদান করা হচ্ছে। এছাড়া রামগঞ্জ উপজেলায় ১টি পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত