ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

‘ফেসবুক ছেড়ে তরুণদের পাঠ্যবইয়ে ফিরে আসতে হবে’

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৪

‘ফেসবুক ছেড়ে তরুণদের পাঠ্যবইয়ে ফিরে আসতে হবে’

ফেসবুক ছেড়ে তরুণ প্রজন্মকে অধিকহারে বই পড়ার আহবান জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে ক‌বি মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম এস আলমের লেখা ‘রহম‌তে ভরা আরব দেশ’ বই‌য়ের মোড়ক উম্মোচন শেষে মন্ত্রী এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। বাংলার ইতিহাস ঐতিহ্য জানতে হলে প্রত্যেকটা মানুষকে অধিকহারে বই পড়তে হবে। কিন্তু

দুঃখের বিষয় বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম সারা দিন অনলাইন ফেসবুকে সময় নষ্ট করে। যা বাঙালি জাতির জন্য হুমকি।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা মহিলা ভাইস চেয়ারম্য‌ান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তা‌বিবুল কা‌দির তমাল, আব্দুল মান্নান মু‌ন্সি, ক‌বি মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম এস আলমসহ অ‌নে‌কে।

  • সর্বশেষ
  • পঠিত