ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

প্রাণনাশের হুমকিতে গৃহবন্দি শিক্ষক

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

প্রাণনাশের হুমকিতে গৃহবন্দি শিক্ষক

পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থীর হুমকিতে আতঙ্কিত হয়ে পাঁচদিন ধরে ঘর থেকে বের হতে পারছেন না নজরুল ইসলাম টিপু নামে এক শিক্ষক। এ ঘটনার পর থেকে তিনি এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, গত শনিবার বাউফল আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসির গণিত বিষয়ে পরীক্ষা চলছিল। আমি এক নম্বর হলের কক্ষ পরিদর্শক ছিলাম। ম্যাজিস্ট্রেট মোসা. মাহবুবা বেগম আমাকে মৌখিকভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার জন্য নির্দেশ দিলে পরীক্ষার্থীদের কাছ থেকে ক্যালকুলেটর নিয়ে যাই। পরে ১০ মিনিটের মধ্যে আবার ম্যাজিস্ট্রেট জাহানারা বেগম তা ফেরত দেন। এতে ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে বলেন, ক্যালকুলেটর ব্যবহার নিয়ে পরীক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কক্ষ পরিদর্শক নজরুল ইসলামের কোনো দোষ প্রতীয়মান হয়নি। তাকে কেই প্রাণনাশের হুমকি দিয়ে থাকলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন।

  • সর্বশেষ
  • পঠিত