ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

প্রাণিসম্পদের কর্মকর্তার দখল থেকে জিপ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫

প্রাণিসম্পদের কর্মকর্তার দখল থেকে জিপ উদ্ধার

বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তার অবৈধ দখলে থাকা সরকারি একটি প্রাডো জিপ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাহবুবুল হক একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও ‘অবৈধভাবে’ আট মাস ধরে গাড়িটি ব্যবহার করছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের নির্দেশে সাদা গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১১-৩৫৫৮) সোমবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ের সামনে নিয়ে আসেন চালক।

দুদকের হটলাইনে আসা এক অভিযোগের প্রেক্ষিতে গাড়িটি ওই কর্মকর্তার অবৈধ দখল থেকে ফিরিয়ে আনার উদ্যোগের মধ্যেই চালক গাড়িটি নিয়ে দুদকে হাজির হন।

চালকের বরাত দিয়ে দুদক কর্মকর্তারা জানান, গত বছরের জুন মাসে ‘হাঁস প্রজনন প্রকল্পের’ মেয়াদ শেষ হয়। কিন্তু এরপরও প্রকল্প পরিচালক মাহবুবুল হক অবৈধভাবে গাড়িটি ব্যবহার করছিলেন।

প্রণব বলেন, চালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহের পর গাড়িটি অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সম্পদের এ অবৈধ ব্যবহার ক্ষমতার অপব্যবহারের শামিল, যা প্রাতিষ্ঠানিক সুশাসনের পরিপন্থী। দুদক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

এর আগে দশ বছর ধরে পিডিবির দুই কর্মীর দখলে থাকা দুটি দামি গাড়ি উদ্ধার করে দুদক।

  • সর্বশেষ
  • পঠিত