ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শহীদ মিনারের নিরাপত্তায় থাকবে ৬ হাজার পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৯  
আপডেট :
 ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৩

শহীদ মিনারের নিরাপত্তায় থাকবে ৬ হাজার পুলিশ

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার স্বার্থে ৬ হাজার পুলিশ সদস্যা কাজ করবে। এছাড়া ঢাকা শহরের মোট ১৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনারের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন করা হচ্ছে। প্রতিটা শহীদ মিনারে আমরা যথেষ্ট ভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারকে কেন্দ্র করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন এবং ডিএমপির পক্ষ থেকে একাধিকবার সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনারে প্রবেশের আশপাশ এলাকার তল্লাশি চৌকি স্থাপন করা হবে। শহীদ দিবসের আগের দিন গোটা এলাকা সুইপিং করবে ডগ স্কোয়াড।’

এছাড়া একুশে ফেব্রুয়ারির দিন ডগ স্কোয়াড, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, সোয়াট এবং বোম্ব ডিস্বোজাল ইউনিট প্রস্তুত রাখা হবে।

তিনি বলেন, ‘শহীদ মিনারে পুষ্পঅর্পনের জন্য সাধারণ মানুষদের প্রবেশ করতে হলে উত্তর পাশের গেট দিয়ে অথবা পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে হবে।’

বাংলাদেশ জার্নাল/এনএসএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত