ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পাবনার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৩২ জনের মনোনয়নপত্র দাখিল

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৬

পাবনার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৩২ জনের মনোনয়নপত্র দাখিল

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার পাবনার নয়টি উপজেলায় ৩২ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, উপজেলা চেয়ারম্যান পদে পাবনা সদর উপজেলায় ১ জন, চাটমোহরে ৫ জন, আটঘরিয়ায় ৩ জন, ঈশ্বরদীতে ৫ জন, ভাঙ্গুড়ায় ৬ জন, ফরিদপুরে ৪ জন, সুজানগরে ৩ জন, বেড়ায় ৩ জন এবং সাঁথিয়া উপজেলায় ২ জন দাখিল করেছেন।

পাবনা সদর : পাবনা সদর উপজেলায় তিনটি পদেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোশারফ হোসেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা। যাচাই বাছাই এ কোনো ত্রুটি না থাকলে সদর উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চাটমোহর : উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (আওয়ামী লীগ মনোনীত), পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আবদুল হামিদ মাস্টার (স্বতন্ত্র-বিদ্রোহী), চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল (স্বতন্ত্র-বিদ্রোহী) ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম (স্বতন্ত্র-বিদ্রোহী), অ্যাডভোকেট মো. আবদুস ছাত্তার (জাপা-এরশাদ মনোনীত)।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আটঘরিয়া : উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন পান্না (আওয়ামী লীগ মনোনীত), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম (স্বতন্ত্র-বিদ্রোহী), জেলা আওয়ামী লীগের সদস্য ঈশারত আলী (স্বতন্ত্র-বিদ্রোহী)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঈশ্বরদী : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস (আওয়ামী লীগ মনোনীত), বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু (স্বতন্ত্র-বিদ্রোহী), আওয়ামী লীগ নেতা সাইফুল আজাদ মল্লিক (স্বতন্ত্র-বিদ্রোহী), সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আতিয়ার রহমান (স্বতন্ত্র) ও মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র)।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাঙ্গুড়া : জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বাকিবিল্লাহ (আওয়ামী লীগ মনোনীত), সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমির হোসেন (স্বতন্ত্র), মোস্তফা ফিরোজ (জাপা এরশাদ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম (স্বতন্ত্র-বিদ্রোহী), জাতিসংঘের সাবেক কর্মকর্তা মেজবাহুর রহমান রোজ (স্বতন্ত্র), মনসুর রহমান (এনপিপি)।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারাম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফরিদপুর : বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য গোলাম হোসেন গোলাপ (স্বতন্ত্র-বিদ্রোহী), উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকু, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাকিম খান।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সুজানগর : উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব (স্বতন্ত্র-বিদ্রোহী), সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মিয়া (স্বতন্ত্র-বিদ্রোহী)।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাঁথিয়া : সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার (আওয়ামী লীগ মনোনিত), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামাণিক (স্বতন্ত্র)।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বেড়া : বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন (স্বতন্ত্র-বিদ্রোহী), জাপা এরশাদ মনোনীত ওয়াহেদ আলী।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত