ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ৩৭টি ইউনিট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৬  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৮

আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ৩৭টি ইউনিট

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। দগ্ধও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাত পৌনে ১১ টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক দিলিপ কুমার ঘোষ গণমাধ্যকে বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনের সূত্রপাত সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থ‌ল থেকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, আগুন নিয়ন্ত্র‌ণে আসার পর আমরা ব্রি‌ফিং ক‌রে বিস্তা‌রিত জানাবো। তি‌নি ব‌লেন, আগুন নিয়ন্ত্র‌ণে না আসা পর্যন্ত তি‌নি ঘটনাস্থ‌লে থাক‌বেন। আগুন নিয়ন্ত্র‌ণে আনাসহ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখার চেষ্টা কর‌ছেন তি‌নি।

আগু‌নের ঘটনা হতাহত র‌য়েছে উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, মূহু‌র্তে প্রথম করণীয় হ‌চ্ছে আগুন নিয়ন্ত্র‌ণে আনা। যারা আহত হ‌য়ে‌ছেন, তাদের চি‌কিৎসার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে এবং হ‌চ্ছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন দগ্ধসহ ৫০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আহতরা হলেন- আলামিন (২৫) মাথায় কাচের আঘাত। রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), মোঃ শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), আঃ করিম (৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মোঃ মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), শোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), আঃ সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪) আরও অনেকে।

  • সর্বশেষ
  • পঠিত