ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে ৩০ লাখ টাকার শাড়ি ও ওষুধ জব্দ

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৮

বেনাপোলে ৩০ লাখ টাকার শাড়ি ও ওষুধ জব্দ

বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সীমান্তের পুটখালি বারপোতা মাঠ থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল চোরাচালানি ভারত থেকে বিভিন্ন চোরাই পণ্য এনে যশোরের দিকে নিয়ে যাবে। এসব বারপোতা একটি মাঠের মধ্যে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাচালানিরা ১১টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে তার মধ্যে ১৯০ পিস উন্নত মানের শাড়ি, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট ও ৫ লাখ ৯০ হাজার পিস সেনিক-জেড ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ৩০ লাখ টাকা।

উদ্ধারকৃত শাড়ি ও ট্যাবলেট বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পঠিত