ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে গোর-এ-শহীদ বড়মাঠে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

ইকবালুর রহিম এমপি বলেন, দিনাজপুরের পাপঁড়, কাঠারীভোগ চাল-চিড়া, সুগন্ধী আতব চাল, পোশাক, পোল্ট্রি ও চামড়াজাত পণ্যের চাহিদা বিদেশে এখন প্রচুর। আন্তর্জাতিকভাবে দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে বাণিজ্য মেলার প্রয়োজনীয়তা সৃষ্টি করতে হবে।

তাহলে মেলার মাধ্যমে দিনাজপুরের উৎপাদিত পণ্য দেশ-বিদেশে পরিচিতি লাভ করবে। তিনি মেলায় দেশীয় সংস্কৃতি বজায় রেখে বিনোদন আর আনন্দ-উৎসবের চাহিদা মেটাতে আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. সুজাউর বর চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসি মাহমুদুল আলম, এসপি সৈয়দ আবু সায়েম।

হারুন অর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক মানোবিন্দ্র দাস মনোজ।

  • সর্বশেষ
  • পঠিত